বগুড়া প্রতিনিধি:
বগুড়ার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন আওয়ামীলীগ জনগনের দল জনগনের জন্য রাজনীতি করে জনগনই আওয়ামীলীগের প্রধান শক্তি। যে কোন দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং বন্যার্তদের পাশে থেকে সার্বক্ষনিক সকল ধরনের সহযোগিতা করে যাচ্ছে। গতকাল দুপুরে বগুড়ার বন্যা দুর্গত ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ও গোসাইবাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামের সহ¯্রাধিক বানভাসি মানুষের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারেক, শফিকুল ইসলাম, আতাউর রহমান আতা, আফছার আলী, গোলাম রব্বানী, শ্যামল তালুকদার, চপল মাহমুদ, বনি আলম মিন্টু, লুৎফর রহমান, নান্টু গাজি, লিটন আহম্মেদসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।