বগুড়ার শেরপুরে আলাল গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

0 ১,৪৭৭

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে গত ২৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় পল্লী উন্নয়ন একাডেমী মিলনায়তনে আলাল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আলাল পোল্ট্রি এন্ড ফিস ফিড লিঃ ও ড্যাব এগ্রোভেট(বিডি) লিমিটেডের আয়োজনে ২৩তম বার্ষিক ব্যবসায়ী ও পরিবেশক সম্মেলন ২০১৭ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
আলালগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দবিবর রহমান, পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, ইসলামী ব্যাংক বগুড়া’র জোনাল এক্সিকিউটিভ প্রিন্সিপাল অফিসার মতিয়ার রহমান, ভাইস প্রিন্সি: রেজাউল করিম, শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইফুল বারী ডাবলু। পরিবেশকদের মধ্যে হক পোল্ট্রি ফিডের পরিচালক এমদাদুল হক, রনি পোল্ট্রি ফিডের পরিচালক তারা মিয়া, ডা; মোঃ সাজেদুল ইসলাম, আলাল গ্রুপের পরিচালক বেলাল আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আলাল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আলাল পোল্ট্রি এন্ড ফিস ফিড লিঃ ও ড্যাব এগ্রোভেট(বিডি) লিমিটেডের সারাদেশের পরিবেশকদের মধ্যে ১৯জন ভাগ্যবান ব্যক্তিদের ঢাকা-থাইল্যান্ড-ঢাকা এয়ার লাইন টিকেট, অন্যান্য প্রতিষ্ঠান গিফ্ট বক্স প্রদান শেষে নৈশভোজ, ক্লোজ আপ ওয়ান খ্যাত শিল্পী নিশীতা বড়–য়া তার দলের মনোজ্ঞ সাংস্কৃতি সন্ধ্যা এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.