শেরপুর(বগুড়া) প্রতিনিধি: সারাদেশের ন্যায় বগুড়ার শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং প্রতিরোধে গতকাল শনিবার বেলা ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান সমন্বয়ক শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-৫ শেরপুর-ধুনটের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শহর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গৌরদাস রায় চৌধুরী। আলহাজ্ব শাহ জামাল সিরাজী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওবায়দুর রহমান, শেরপুর থানার পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহীন, ওমর ফারুক প্রমুখ। সভায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং প্রতিরোধে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অংশ গ্রহনকারী উত্তীর্ণদের মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করে অতিথিরা। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্ত্বর বের হয়ে শহরের প্রধান প্রদক্ষিণ করে। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।