বগুড়ার শেরপুরে কম্পিউটার ট্রেনিং এন্ড আউটসোর্সিং ফার্মের উদ্বোধন অনুষ্ঠিত

0 ১,০০৫

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়ার শেরপুরের বাসষ্ট্যান্ডের কড়িতলা শনিবার বিকাল ৪টায় তরফদার সুপার মার্কেটের ২য় তলায় রামচন্দ্রপুর কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের ২য় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পরিষদ সদস্য, শেরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো, অন্যান্য অতিথি ছিলেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সহ-সভাপতি শফিকুল ইসলাম শরীফ, সাধারন সম্পাদক রাশেদুল হক, অর্থ বিষয়ক সম্পাদক বাদশা আলম, কার্যনির্বাহী সদস্য শরিফ উদ্দিন সাকিদার, শামীম সরকার বিদ্যুৎ, সাংবাদিক আবু বকর সিদ্দিক, রামচন্দ্রপুর কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের প্রশিক্ষক শাহাদৎ হোসেন, রাইছুল ইসলাম, ফরহাদ হোসেন, অফিস সহকারী মানিক হোসেন। অনুষ্ঠান শেষে শেরপুর শাহী জামে মসজিদের ইমাম সাহেব দোয়া পরিচালনা করেন। রামচন্দ্রপুর কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত অফিস এ্যাপলিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সহ আউটসোর্সিং প্রশিক্ষন প্রদান করা হয়। গত এক বছরে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রায় ৩০ জন শিক্ষার্থী বর্তমানে আউটসোর্সিং এর কাজ করে স্বাবলম্বী হয়েছে বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.