শেরপুর(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে স্বামীর নির্যাতন ও শ্বাসরোধ করে গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত ১১ অক্টোবর বুধবার দিবাগত রাত অনুমান ১ টার দিকে পুলিশ নিহত গৃহবধূ শিউলীর লাশ উদ্ধার করে থানা আনে। এ ঘটনায় শ্বাশুড়ি শাহিনুর বেগম(৪০)কে আটক করে।
নিহতের পারিবারিক ও থানা সূত্রে জানাযায়, প্রায় দেড় বছর পূর্বে উপজেলার দুবলাগাড়ি চকপোতা গ্রামের সিদ্দিকের মেয়ে শিউলীর (১৯) বিয়ে হয় বাগড়া হঠাৎ পাড়া গ্রামের জামাল শেখের পুত্র মাসুদ রানার সাথে। গত ১১ অক্টোবর বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে সাবান ব্যবহার করা নিয়ে ঝগড়া হয় এবং মাসুদ শিউলীকে মারপটি করে। এর পর রাতে তারা ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় স্বামী মাসুদ রানা তার ঘুমন্ত স্ত্রী কে শ্বাস রোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করে শিউলীর পিতার পরিবার। এদিকে মাসুদ রানার পরিবার দাবী করেছে শিউলী গলায় ওড়না পেঁচিয়ে আত্ম হত্যা করেছে। পুলিশ খবর পেয়ে রাতেই শিউলীর মৃত দেহ উদ্ধার করে। তার গলায় দাগ রয়েছে। শিউলী-মাসুদ দম্পতির ঘরে ৪ মাসের একটি সন্তান রয়েছে। শিউলীকে হত্যার পর থেকে স্বামী পলাতক রয়েছে। এ ব্যাপারে থানা পুলিশের পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য মাসুদের মা শাহিনুর খাতুনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।