বগুড়ার শেরপুরে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানের গরু চুরি

0 ৯৫৪

শেরপুর(বগুড়া)প্রতিনিধি- বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানের বাড়ি থেকে সংঘবদ্ধ চোরেরা গত বুধবার রাতে গোয়াল ঘরের দরজা কেটে প্রায় দেড় লাখ টাকার তিনটি গরুর চুরি করে নিয়ে গেছে।
জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সুবোধ সরকারের নিজ বাড়ি বামিহালে প্রতিদিনের মত গোয়াল ঘরের ভিতর গরুগুলো রাখা হয়। সংঘবদ্ধ চোরেরা গত বুধবার রাতের যেকোন সময় গোয়ালে রাখা গরুগুলোর মধ্যে দেড় লক্ষাধিক টাকা মুল্যের ৩টি গরু চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে গোয়ালে গিয়ে দেখে ৩টি গরু নাই। গরু চুরি যাওয়ার কথা স্বীকার করে ইউপি চেয়ারম্যান সুবোধ চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবো। এ ব্যাপারে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, এলাকায় জুয়া ও মাদকের দৌরাত্ব বৃদ্ধি পাওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে আশংকা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.