বগুড়া প্রতিনিধি: বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার দীঘলকান্দি এলাকায় বৃহস্পতিবার ভোরে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় অপর একটি ট্রাক খাদে পড়ে দিদার হোসেন ইসমাইল(৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় দুটি ট্রাকের তিন চালক-হেলপার আহত হয়েছেন।
নিহত চালক সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাজিতপুর ছাপড়া এলাকার আবুল কালামের ছেলে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পঞ্চগড় থেকে পাথর নিয়ে দুটি ট্রাক বগুড়ার দিকে আসছিল। সামনের ট্রাকের চালক ঘুমাচ্ছিলেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ট্রাক দুটি বগুড়া শহরতলির দীঘলকান্দি এলাকায় মহাসড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। তখন সামনের ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকটি খাদে পড়ে যায় বলে শিবগঞ্জ থানার ওসি(অপারেশন) জাহিদ হাসান জানান।
এতে ঘটনাস্থলেই চালক মারা যান। আহত হন এই ট্রাকের হেলপার ও অপর ট্রাকের চালক এবং হেলপার। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Next Post