বগুড়ায় শেরপুরে ইউপি চেয়ারম্যান সুবোধের পরলোকগমন ॥ বিভিন্ন মহলের শোক

0 ১,৮৯৬

শেরপুর(বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান সুবোধ চন্দ্র সরকার গতকাল সোমবার ভোরে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে সাময়িক চিকিৎসা নিয়ে অসুস্থ অবস্থায় এ্যাম্বুলেন্স যোগে বাসায় ফেরার পথিমধ্যে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন (দিব্ব্যাং লোকং স্বগচ্ছতুঃ)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি একই ইউনিয়নের বামিহাল গ্রামের সুরেশ চন্দ্র সরকারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গত ২০১৬ সালের ৫ মে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত কয়েকমাস পর থেকেই দীর্ঘদিন যাবত তিনি দুরারোগ্য ব্যধিতে ভূগছিলেন এবং দেশের বিভিন্ন হাসপাতালসহ ভারতেও চিকিৎসা নিয়েছিলেন বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে। ২১ আগস্ট বিকাল ৫টায় শেরপুর পৌরশহরস্থ উত্তরবাহিনী মহাশ্বশ্মানে মৃতদেহের সৎকার ও শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। তার অকাল মৃত্যুর খবর পেয়ে তার গ্রামের বাড়িতে বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোরশেদা খাতুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শামীম ইফতেখার শামীমসহ ইউনিয়ন আওয়ামীলীগ, অংগসংগঠনের নেতৃবৃন্দ, এলাকার জনগন, শুভাকাঙ্খীরা তার মৃত দেহ শেষবারের দেখার জন্য যায়। এসময় উপস্থিত নেতাকর্মীরাসহ, শেরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক রাশেদুল হক, অন্যান্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণের মধ্যে বাবু গৌরদাস রায় চৌধুরী, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী মুন্টু, শফিকুল ইসলাম রাঞ্জু, শাহ আলম পান্না, আবু সাঈদ সরকার, দবির উদ্দিন, আব্দুল ওয়াহাব, সাবেক চেয়ারম্যান শাজাহান আলী সাজা, আলী আহম্মেদসহ সংশ্লিষ্ট ইউপি’র সচিব, ইউপি সদস্যগণ শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

Leave A Reply

Your email address will not be published.