শেরপুর(বগুড়া)প্রতিনিধি : ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে গতকাল শনিবার সকালে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শেরপুর থানার পুলিশ কসস্টেবল বেলাল হোসেন (৩৫) শেরপুর থানায় আসার পথে নিহত হয়েছেন।
জানা যায়, শেরপুর থানার পুলিশের কনস্টেবল বেলাল হোসেন(নং-২০৪) বগুড়া শহর থেকে মোটরসাইকেলযোগে ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে কর্মস্থল শেরপুর থানায় আসার সময় শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে গতকাল শনিবার সকাল ৯ টার দিকে পৌঁছালে বিপরীতমুখি মালবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন- কনস্টেবল বেলাল হোসেন শেরপুর থানায় কর্তব্য ছিলেন। এবং তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন বলে জানা গেছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.