গোপালগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জে জেলা ছাত্রলীগ এ কর্মসূচী পালন করে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম খান মুন্না, দ্বীন ইসলাম, আমীর হামজা প্রমূখ।
বক্তরা বঙ্গবন্ধুর হত্যার সাথে জিয়াউর রহমান জরিত রয়েছে অভিযোগ এনে বঙ্গবন্ধু খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবী জানান।