বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার বদ্ধপরিকর-পরারাষ্ট্র প্রতিমন্ত্রী

0 ৯২০

mail.google.comগোপালগঞ্জ প্রতিনিধি : পরারাষ্ট্র প্রতি মন্ত্রী মো: শাহ রিয়ার আলম বলেছেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের যারা হত্যা করেছিল তাদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকার বদ্ধপরিকর। আমাদের যে কর্ম পরিকাল্পনা তার অগ্রভাগেই রয়েছে।

বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খুনিদের দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন সময়ে কিছু জটিলতা প্রকাশ পেয়েছে। তবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং বিশ্বাস করি আমরা দ্রুত দেশে ফিরিয়ে আনতে পারব।

এর আগে তিনি মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ রাজশাহীর চারঘাট উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com