বঙ্গবন্ধু পরিবারের নিবেদিত একজনকে হারালাম

0 ১,০৮২

10873_1466179306বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মুহিতুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তার মৃত্যুতে আমরা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারের প্রতি নিবেদিত প্রাণ একজনকে হারালাম।’
শোক বিবৃতিতে শেখ হাসিনা মুহিতুল ইসলামের সাহসী ভূমিকার কথা স্মরণ করে বলেন, ‘১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের সময় তিনি ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতেই ছিলেন। ঘাতকদের হাত থেকে বাঁচানোর জন্য শিশু শেখ রাসেলকেও তিনি লুকিয়ে রেখেছিলেন। তার হাত থেকে কেড়ে নিয়ে ঘাতকরা নির্মমভাবে শেখ রাসেলকে হত্যা করে।’
শোক বাণীতে প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ২টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুহিতুল ইসলাম।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘ দিন কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। এছাড়াও তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।
বেশ কিছুদিন যাবত কিডনির সমস্যা নিয়ে বিএসএমএমইউর নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন ছিলেন মুহিতুল। পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে চিকিৎসা দেয়া হয়।  সেখান থেকে আবারও অবস্থার অবনতি হলে গত ২৬ জুলাই পুনরায় তাকে আইসিইউতে নেয়া হয়।
গত ১০ আগস্ট থেকে বিএসএমএমইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.