বনবিভাগের কোন জমি দখল হতে দেওয়া হবে না- পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রী

0 ৫২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশে প্রায় ৩ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। ২৩ নভেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৫৬ জন উপকারভোগীদের মাঝে ২ কোচি ৯০ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ কালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এম.পি বলেন, “বনবিভাগের জমি দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, বনবিভাগের কোন জমি দখল হতে দেওয়া হবেনা।” জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি, বগুড়া অঞ্চলের বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা আহমেদ নিয়ামুর রহমান, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, পতœীতলা উপজেলা চেয়ারম্যান আ. গোফফার, রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান লিটন, উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, ওসি জাকিরুল ইসলাম, বনবিট কর্মকর্তা আ. মান্নান, পাইকবান্দা বিট অফিসার লক্ষন চন্দ্র ভৌমিক, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সালেহ উদ্দিন প্রমুখ। এ সময় সর্বোচ্চ লভ্যাংশের চেক প্রাপ্ত হন ধুরইল গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এরশাদ আলী, তার প্রাপ্ত লভ্যাংশের পরিমান ১৩ লাখ ০৭ হাজার ৯৭০ টাকা।
এর আগে মন্ত্রী আলতাদিঘী জাতীয় উদ্যান এলাকা পরিদর্শণ করেন এবং খুব শ্রীঘ্রই শালবন এলাকা বেষ্টিত জাতীয় উদ্যান দর্শনার্থী আকর্ষণ করতে পার্ক, মিউজিয়ামসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মান করা হবে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী শাহাব উদ্দিন জানান।

 

ধামইরহাটে ৪টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে এলজিইডির অধীনে রাজশাহী বিভাগের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ৩লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে ৪টি রাস্তার উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩টায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের আগ্রা মোড়ে, খাঁপুর কলোনী-মনোহরপুর সড়ক, আগ্রাদ্বিগুন-রসপুর-দক্ষিণখন্ডা মোড়-আগ্রাদ্বিগুন-মধুইল সড়ক ও আগ্রা মোড় থেকে সালতলাপাড়া এবং আগ্রা মোড় থেকে ভাতগ্রাম কাউয়াকুড়ি ভায়া বাখরপাড়া সড়কের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন এমপি। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো.ছলিম উদ্দিন তরফদার সেলিম,উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,পতœীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন,থানা আ.লীগের সভাপতি মো.দেলদার হোসেন, এলজিইডি নওগাঁর সহকারী নির্বাহী প্রকৌশলী মো.মোরশেদুল হাসান, ইউপি চেয়ারম্যান সাহেলউদ্দিন আহমেদ, আগ্রাদ্বিগুন ইউনিয়ন আ.লীগের সম্পাদক গোলাম কিবরিয়া খোকন, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা আকতার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com