আলমগীর,বিনোদন:
বরিশালের গৌরনদীর কন্যা মৌমিতা (মৌ)। বাবা বিমল চন্দ্র ভদ্রের স্বপ্ন ছিল মেয়ে গান গেয়ে তাকে গর্বিত করবেন। বাবার স্বপ্ন ছাড়িয়ে গেছেন মৌ। কারন তার জন্যে এখন গর্বিত পুরো বাংলাদেশ। প্রথম বাংলাদেশি হিসেবে গান গাইতে যাচ্ছেন সুরে। গানটির নাম “আই উইল নেভার বি এন এঞ্জেল”। ইনডি পপ ঘরানার এই গানটি সুর করেছেন মার্কিন সুরকার এডওয়ার্ড পালমার।
রবীন্দ্র সঙ্গিতের কন্যার কণ্ঠে ওয়েস্টার্ন কিভাবে এলো? এই প্রশ্নের জবাবে মৌ বলেন, “আসলে সব কিছু এত হুট করে হয়ে গেছে নিজেই বুঝে উঠতে পারিনি কিছু। শুধু মনে হল সুযোগটা হাতছাড়া করবোনা। আত্মবিশ্বাস নিয়ে গানটি গাইলাম। ভালো মন্দ আপনারা বিচার করবেন।“ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন মৌ। গানটি আগামি দুর্গা পূজায় আত্ম প্রকাশ পাবে। প্রচারিত হবে দেশী বিদেশী অনেক গুলো মাধ্যমে।
Prev Post