বরিশালে আইনজীবী সমিতি নির্বাচনে আ.লীগের জয়

0 ১,০৪৫

বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আফজাল-কাওসার প্যানেল জয় লাভ করেছে। একটি সদস্যপদ ছাড়া বাকি ১০ পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে।শুক্রবার নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেন। এর আগের দিন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮৬৬ জন। এর মধ্যে ৭৬০ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।

ঘোষিত ফলাফলে অনুযায়ী, সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বরিশাল নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি আফজালুল করিম ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মজিবর রহমান পেয়েছেন ৩০৫ ভোট। এ ছাড়া গণফোরাম নেতা হিরণ কুমার দাস ২৭ ও স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার চ্যাটার্জি পেয়েছেন মাত্র ১ ভোট। সহ সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত অসিত রঞ্জন দাস ৩৯৬, মো. সালাহ উদ্দিন ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত কাইয়ুম খান কায়সার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত মির্জা মো. রিয়াজ হোসেন পেয়েছেন ৩০৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত মো. আব্দুল খালেক ৪৩৫ ভোট ও আহাদ আলী খান ৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অর্থ সম্পাদক পদে আওয়ামী লীগের নিয়াজ মাহমুদ খান ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া সদস্য পদে মো. গোলাম ফারুক ৪০৯ ভোট, মো. ইসতিয়াক কবির ৪৭৭, মো. রফিকুল ইসলাম ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সদস্য পদে বিএনপি সমর্থিত একমাত্র প্রার্থী মো. মঈনুল আবেদীন ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.