বরিশালে বিপিএলকে বয়কট ঘোষণা ক্রিকেট প্রেমীদের
স্পোর্টস ডেস্ক: এবারের বঙ্গবন্ধু বিপিএল-এ বরিশাল দল না থাকায় বিপিএলকে বয়কট ঘোষণা করেছেন বরিশালের ক্রিকেট প্রেমীরা।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে লাভ ভর ফ্রেন্ডস্ ও রং পেন্সিল ইয়ূথ এসোসিয়েশন এর যৌথ আয়োজনে মানবন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।
লাভ ভর ফ্রেন্ডস্’র প্রতিষ্ঠাতা আরেফিন পারভেজের সভাপতিত্বে মানববন্ধনে আনন্দ টিভির বরিশাল প্রতিনিধি ও বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ, রং পেন্সিল ইয়ূথ এসোসিয়েশনের সভাপতি শাওন অরণ্য, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলভমেন্ট ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় শাখার প্রচার সম্পাদক অপূর্ব বাড়ৈ, মাহমুদ হাসান, রুমা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণমাধ্যমককর্মী, সংগঠক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিতি ছিলেন।
এ সময় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, প্রতিবছরের মতো এবারও বিপিএল শুরু হয়েছে কিন্তু দুঃখজনক বিপিএল এ এবারের খেলায় বরিশালের কোন দল নেই, আমরা ক্রিকেট প্রেমীরা বরিশালবাসী একসাথে বিপিএল বয়কট করতে চাই।