বর্ণিল আয়োজনে ফড়িং ডিজিটাল অ্যাড. ফার্মের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0 ৫৯২

রাজশাহী প্রতিনিধি: “ডিজিটাল সাইনে প্রকৃতির রং” স্লোগান নিয়ে  ফড়িং ডিজিটাল অ্যাড. ফার্মের ৩য় বছর পেরিয়ে ৪র্থ বছরে পদার্পপণ করেছে।  প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ফড়িং ডিজিটাল  অ্যাড ফার্ম  বর্ণিল অনুষ্ঠানের আায়োজন করেছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় অতিথিদের শুভেচ্ছা গ্রহণ, দোয়া মাহফিল  ও কেককাটা হয়েছে। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ খিজির আহম্মেদ।

কেককাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাহেব বাজার টুয়েন্টিফোর ডটকমের সাব- এডিটর জগদীশ রবিদাশ, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান, লাইট হাউজের মনিটরিং ইভালুয়েশন এন্ড লার্নিং কো-অর্ডিনেটর সুব্রত পাল, দ্যা হাঙ্গার প্রজেক্টের আ লিক সমন্বয়ক মিজানুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম ম্যানেজার মখলেসুর রহমান, বৈজ্ঞানিক সহকারী দেব প্রসাদসহ অসংখ্য গ্রাহক ও শুভ্যানুধায়ী।

Leave A Reply

Your email address will not be published.