বর্তমান সরকার কৃষকের বেদনা বুঝে- রাজশাহীতে খাদ্যমন্ত্রী

0 ৫৩৩

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম:  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়, রাজশাহীতে আমন সংগ্রহ বিষয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, রাজশাহী এবং সকল জেলা খাদ্য নিয়ন্ত্রক, রাজশাহী বিভাগ এর সাথে এক মতবিনিময় সভায় বলেন, বর্তমান সরকার কৃষকের বেদনা বুঝে।
এ সময় মন্ত্রী বলেন, বর্তমানে দেশে খাদ্য ঘাটতি নেই। পর্যাপ্ত খাদ্যের যোগান রয়েছে। আমরা কৃষকের ব্যথা-বেদনা বুঝি। যেভাবে কৃষককে বেশি সুবিধা দেওয়া যায় সেভাবে কৃষকের কাছ থেকে ধান কেনার চেষ্টা করা হবে। দেশে ২০০টি অত্যাধুনিক খাদ্যগুদাম তৈরি করা হবে।
মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, গত অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৬ লাখ টন এর মধ্যে রাজশাহী বিভাগে ১ লাখ ৩৮ হাজার ৫৭৭ মে. টন। এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। আগামী ৩১ শে অক্টোবর এ বছর কোন বিভাগ এবং জেলা হতে কি পরিমাণ আমন সংগ্রহ করা হবে সে বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, রাজশাহী এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.