বাংলাদেশের কন্ডিশন না জানায় অস্ট্রেলিয়ার সর্বনাশ হয়েছে, বলছেন পন্টিং

0 ২০২
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ। ফাইল ছবি

ক্রিকেটে বাংলাদেশের চেয়ে বহুগুণে এগিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের আগেও ফেভারিটের তকমা ছিল তাদেরই। অথচ বাংলাদেশে এসে মুদ্রার উলটো পিঠ দেখেছে অসিরা। পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে অসিরা। একই সঙ্গে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন স্কোরের লজ্জায় ডুবেছে সফরকারীরা।

বাংলাদেশ সফরে অসিদের এমন ভরাডুবির জন্য কন্ডিশনকে দুষছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তাঁর মতে, বাংলাদেশের কন্ডিশন নিয়ে কম জানায় এমন সর্বনাশ হয়েছে। এসইএন রেডিওতে বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইনের সঙ্গে আলাপচারিতায় এমনটা উল্লেখ করেন সাবেক অধিনায়ক। একই সঙ্গে স্কিলের ঘাটতিও দেখেছেন অসি তারকা।

রিকি পন্টিং বলেন, ‘এই কন্ডিশনে আমাদের জানাশোনার স্বল্পতা এবং স্কিলের ঘাটতি মূলত আমাদের সর্বনাশ ডেকে এনেছে। আমার স্মৃতিতে যতদিন মনে পড়ে, ততদিন ধরেই এটা আসলে অস্ট্রেলিয়ার ক্রিকেটের বড় দুর্বলতা। বেশির ভাগ সময়ই যদিও ভুগতে হয়েছে টেস্টে। শ্রীলঙ্কায় ও ভারতে অবশ্য আমরা সাদা বলের ক্রিকেটে লড়াই করার পথ খুঁজে নিয়েছি কোনোভাবে। এটা (বাংলাদেশে হার) প্রমাণ করে যে অস্ট্রেলিয়ান ক্রিকেটে গভীরতা যতটা থাকা উচিত, তার ধারেকাছে নেই। কাজেই অনেক কাজ করতে হবে।’

এ ছাড়া বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আইপিএলে খেলাটা ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, ‘যে ছেলেরা তিন-চার মাস ধরে খেলছে না, তাদের ছন্দে ফিরতে হবে বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে উঁচু মানের ক্রিকেট খেলে। বিশ্বকাপের একদম একই কন্ডিশনে তারা খেলবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে। কোনো সন্দেহ নেই, এটিই হবে তাদের সেরা প্রস্তুতি। বিশ্বের সেরা ক্রিকেটারদের প্রায় সবাই থাকবে সেখানে। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দিল্লি ক্যাপিটালসে চাই বলেই আমি শুধু এটা বলছি না।’

Leave A Reply

Your email address will not be published.