বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারলো না আইরিশরা

0 ৫০৪

চার দিনের টেস্ট ম্যাচে আয়ারল্যান্ড উলভসকে দাঁড়াতেই দিলো না বাংলাদেশ ইমার্জিং দল। স্পিনার তানভির ইসলামের নয়নকাড়া বোলিংয়ে প্রতিপক্ষকে ইনিংস ও ২৩ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আর সেই জয়ের পথে বল হাতে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে সবার নজর কেড়েছেন তানভির। তার দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের জয়টাও এসেছে একদিন হাতে রেখেই।

প্রথম ইনিংসে আইরিশদের করা ১৫১ রানের জবাবে ৩১৩ রান তুলে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা থামে ১৩৯ রানে।

রবিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ উইকেটে ৩৫ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেছিল অতিথিরা। শুরুতে অধিনায়ক হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্পার ধীরে ধীরে দলকে এগিয়ে নিচ্ছিলেন। ৩ চারে ২২ রান করা ক্যাম্পারকে ফিরিয়ে ৬০ রানের জুটি ভাঙেন সাইফ হাসান।

এরপর তানভিনের বিধ্বংসী স্পিনের সামনে আর দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। শেষ ৪৬ রানে হারায় ৬ উইকেট। লর্কান ট্যাকার স্ট্যাম্পড হওয়ার টেক্টরকে এলবিডব্লিউ করে ম্যাচে নিজের দশম উইকেট তুলে নেন তানভির। তবে সাজঘরে ফেরার আগে অধিনায়ক টেক্টর ৫৫ রানের ইনিংস খেলেন।

একই ভেন্যুতে আগামী ৫ মার্চ শুরু হবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ।

 

Leave A Reply

Your email address will not be published.