‘বাংলাদেশের সামনে সুযোগ প্রমাণ করার’

0 ২৩৪

ঘরের মাঠে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দলটির বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে বাংলাদেশের জন্য বড় চিন্তার কারণ চোট। চোটের কারণে ছিটকে গেছেন তামিম ইকবাল। তরুণদের নিয়ে এই সিরিজ বাংলাদেশের জন্য সুযোগ প্রমাণ করার।

বাংলাদেশ দলের কোচ  রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমার জানা নেই, বাংলাদেশ এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কতগুলো সিরিজ খেলতে পেরেছে। তবে, এবার যেহেতু একটা ভালো সুযোগ নিজেদের প্রমাণ করার। মুশফিকদের মতো খেলোয়াড় না থাকটা আমাদের জন্য বড় হতাশার। কিন্তু, এটাও ঠিক তাঁর না থাকাটা তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা সুযোগ। তরুণেরা নিজেদের প্রমাণ করার জন্য ভালো একটা সুযোগ পাবে।’

বাংলাদেশ কোচ আরও বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড় এই সিরিজে নেই ঠিকই। কিন্তু, কিছুদিন আগে আমরা জিম্বাবুয়ে একটা ভালো সফর কাটিয়েছি। আশা করছি ওই সফরের আত্মবিশ্বাস এই সিরিজে কাজে লাগবে। অস্ট্রেলিয়াও তাদের কিছু খেলোয়াড় ছাড়া এসেছে। যারা বিশ্বকাপের অংশ। তাই নিশ্চিতভাবে এটা আমাদের একটা ভালো সুযোগ।’

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড বলেন, ‘অবশ্যই আমরা এই সিরিজ জিততে চাই। প্রতিটি ম্যাচই আমরা সবসময় জিততে চাই। তবে এটা একটা সুযোগ সবাইকে দেখার যে বিভিন্ন ভূমিকায় তারা কেমন করছে, যাতে বিশ্বকাপের দল নির্বাচনের সময় বোঝা যায় কোন ভূমিকায় কে কেমন করছে। সেই সুযোগটি নিতে সবাই রোমাঞ্চিত। নানা জায়গায় নিজেদের তুলে ধরতে মুখিয়ে থাকবে অনেকেই।’

অস্ট্রেলীয় অধিনায়ক আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে প্রত্যাশিত ফল আমরা পাইনি। তবে কিছু কিছু ব্যাপার আমরা পেয়েছি, যা দেখতে চেয়েছিলাম। মার্শ, টার্নারদের কাছ থেকে যা চেয়েছি, পেয়েছি। আরও কয়েকজন আছে, তারা দেখিয়েছে যে এই পর্যায়ে তাদের সামর্থ্য আছে।’

বাংলাদেশে অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ৪ আগস্ট। পরের তিন ম্যাচ হবে যথাক্রমে ৬, ৭ ও ৯ আগস্ট।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.