বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর দুঃসংবাদ পেলো বাংলাদেশ। ভাইরাসটি সনাক্ত হওয়ার ১১ দিনের মাথায় প্রথম কোনও ব্যক্তির মৃত্যুর খবর দিলো জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম কোনও ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন। মৃত ব্যক্তির বয়স ৭০ বছরের বেশি। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে সমস্যা ও হার্টের সমস্যা থাকার কারণে এর আগে তাকে স্টেনটিং করানো হয়েছিল। সুতরাং সেদিক থেকে তিনি খুব উচ্চ ঝুঁকির মুখে ছিলেন।’ব্রেকিংনিউজ
ডা. সেব্রিনা বলেন, ‘মৃত ব্যক্তি বিদেশ যাননি। তিনি দেশেই অন্য কারও কাছ থেকে সংক্রমিত হয়েছেন।’
তিনি বলেন, ‘নতুন করে বাংলাদেশে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। দেশে এখন মোট করোনা ভাইরাসে আক্রান্ত ১৪ জন।’
আইইডিসিআর পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৪৯ ও মোট ৩৪১ জনের পরীক্ষা করা হয়েছে। সন্দেহজনক ধরে আরও ১৬ জনকে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে।’
এর আগে গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনা ভাইরাস সনাক্তের কথা জানায় আইইডিসিআর। তাৎক্ষণিকভাবে তাদের কোয়ারেনটাইনে নেয়া হয়। এরইমধ্যে তিনজনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল মঙ্গলবার আইইডিসিআর জানায়, নতুন করে আরও দুইজনকে করোনা সনাক্ত করা হয়। বুধবার আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্তের কথা জানায় সংস্থাটি। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ১৪ জন আক্রান্ত হলেন।