স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করায় স্বামী সোহাগকে শিশু আইনে ১০ বছরের কারাদন্ড প্রদান করেছে রাজশাহী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক। আজ বুধবার দুপুর দুইটার দিকে এই রায় দেন রাজশাহী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো.হাসানুজ্জামান।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পিপি নাসরিন আক্তার মিতা। তিনি বলেন,যৌতুকের দাবিতে সোহাগ আলী আর স্ত্রীকে হত্যা করে ২০২১ সালে। ওই সময় তার বয়স ছিল ১৭ বছর।এই মামলার সকল সাক্ষ্যপ্রমাণ শেষে প্রথম আসামী সোহাগ আলীকে শিশু আইনে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।
আসামি সোহাগ আলী এই মামলায় করাগারে শুরু থেকেই কারাগারে রয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য তিন আসামী সোহাগ আলীর মামা,নানা ও মাকে খালাশ দিয়েছে আদালত।