বাগাতিপাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

0 ৯৭

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় ড্রামের পানিতে পড়ে মানহা খাতুন নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১২ মে) বেলা ১২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মানহা খাতুন ওই এলাকার মোস্তাফিজুর রহমানের মেয়ে। স্থানীয় সূত্র জানায়, সকালের কোনো একসময় সবার অগোচরে বাড়িতে থাকা পানি ভরা প্লাস্টিকের ড্রামের ভেতরে পড়ে ডুবে যায় শিশু মানহা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিল না।

এক পর্যায়ে ড্রামের ভেতরে থাকা পানির কিছুটা অংশ নিচে পড়ে থাকা দেখে কাছে গেলে তার ভেতরে ডুবে থাকা অবস্থায় মানহাকে উদ্ধার করা হয়।

এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুর রাজ্জাক মৃত ঘোষণা করেন। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ও.সি) নান্নু খান ঘটনার সত্য নিশ্চত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com