এস.এম. সাইফুল ইসলাম কবির- বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার বিকালে উপজেলা অডিটরিয়ামে-২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার মধুসুদন মন্ডল, রিসোর্স সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মুজিবুল হক, ফকিরহাট কলেজের উপাধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান হাওলাদার, প্রধান শিক্ষক ঠাকুর দাশ রায়,
ফকির শাহিনুর রশিদ, মোঃ মিজানুর রহমান মোড়ল, শিক্ষিকা দিপিকা সন্নামত, অভিভাবক মোঃ মহব্বত আলী, সন্দীপ দাশ, শিক্ষার্থী আমিদা সাদিয়া বিন্তি, দিগন্ত হালদার, রুকাইয়া জাহান প্রমুখ। অনুষ্ঠানে ২৪জন ট্যালেন্টপুল শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।