বাগেরহাটে রামপালে আবাসন প্রকল্পের রাস্তাটির বেহাল দশা

0 ১,৪০৫

এস.এম. সাইফুল ইসলাম কবির-বাগেরহাট : বাগেরহাটের রামপালের সিকিরডাঙ্গা আবাসন প্রকল্পসহ ওই এলাকায় যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই রাস্তাটি সংস্কার না করায় প্রতিদিনই স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছে। এলাকাবাসি ও স্থাণীয় জনপ্রতিনিধির সাথে কথা বলে জানা গেছে, ২০০২ সালে ওই রাস্তাটি নির্মান করা হয়। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে আংশিক ক্ষতিগ্রস্থ হলেও ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলায় ব্যপক ক্ষতি হয়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও রাস্তাটি সংস্কার হয়নি। প্রতিদিন সিকিরডাঙ্গা আবাসন প্রকল্পসহ আশপাশ এলাকার ৫/৬ হাজার মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও সেটা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মহিতুর রহমান জানান, ২০১৮ সালের মধ্যে রাস্তাটি সংস্কারের জন্য সব ধরনের চেষ্টা করা হবে। অত্যান্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave A Reply

Your email address will not be published.