বাঘায় সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস

0 ১৩৮

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘার আড়ানীতে ‘আখের সাথে সাথীফসল কৃষকের মুখে হাসি ডাবল’ শ্লোগানে আধুনিক প্রযুক্তিতে লাভজনক ভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। শনিবার সকালে রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী ইক্ষু সাবজোন এলাকা পাঁকা আখ ক্রয় কেন্দ্রে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউট, ঈশ্বরদী, পাবনা এই অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে বাঘা উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোঃ লায়েব উদ্দিন লাভলু, বিএসআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আতাউর রহমান, রাজশাহী সুগার মিল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাশার, জিএম কৃষি মাকসুদা পারভীন, ডিজিএম (সম্প্রঃ) মোঃ নজরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মোঃ আবু তাহের সোহেল, উর্ধ্বতন বৈজ্ঞাকি কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ, বৈজ্ঞাকি কর্মকর্তা মখলেছুর রহমান, রবিউল ইসলাম, নাজনীন আক্তার সহ এলাকার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম পাভেল।

অনুষ্ঠানে আখের সাথে সাথীফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদনের বিষয়ে আলোচনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.