নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় নাশকতার মামলাসহ বিভিন্ন অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভূক্ত ১১ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হয়েছে। গত মঙ্গলবার রাতে বাঘা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো-রুহুল আমিন (৩৫), হাবিল উদ্দিন (৪৭), রেজাউল করিম ফরিং (৫০), পিয়ার আলী (৫০), আবদুল কুদ্দস (৪০), শাহিন সরদার (৩২), ইদ্রিস মিঞা (৩৫), মায়মুদ্দিন প্রামানিক (৪২), মাহামুদুজ্জামান (২৪), লালন আলী (৩২), মতলেব হোসেন ছবির (২৫)।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ছিনতাই, দখল, মাদকদ্রব্য সেবন ও বিক্রির মামলা ওয়ারেন্ট থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।#
Prev Post
Next Post