বাঘায় পরোয়নাভূক্ত তিনজন গ্রেপ্তার

0 ৭৯৮

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান, মাদক মামলাসহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত কর্তৃক পরোয়ানায় উপজেলার আলাইপুর নাপিত পাড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে দোস্তুল আলী (৫০), আলাইপুর গ্রামের মৃত গোফুর মন্ডলের ছেলে আব্দুস সামাদ (৪৬), এবং ছাতারী এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে মোশারফ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
রোববার সকালে গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।#

Leave A Reply

Your email address will not be published.