বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় শীতার্থ মানুষের মাঝে একটু পরশ সৃষ্টির জন্য টিইউপি সদস্য ও খাঁয়েরহাট গ্রামের অসহায় হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়ছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী শাখার খাঁয়েরহাট গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি আব্দুল হালিম মোল্লার সভাপতিত্বে ১২০টি পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী শাখার খাঁয়েরহাট গ্রাম সামাজিক শক্তি কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কোষাধক্ষ শওকত আলী এবং ব্র্যাক টিইউপি’র রাজশাহী জেলা (সিএম-টিইউপি) এমদাদুল রহমান ও বাঘা শাখার ব্যবস্থাপক সুকুমার ঋষি।
কম্বল বিতরণী অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন, আব্দুল মালেক, শাহ জালাল ও মলিনা খাতুন।#