বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বিয়ের ৩ মাস হতে না হতেই পারিবারিক কলহের কারনে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমি ভাবে ধারনা করা হচ্ছে।
জানাযায়, সোমবার ভোরে উপজেলার আধারদিঘী ফতেপুর বোয়ালধার গ্রামের রেজাউল করিমের স্ত্রী নাসরিন আক্তার (২১) বাড়ীর পাশে আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ নাসরিনের লাশ উদ্ধার করে।
মৃত নাসরিনের পিতা নাজিম উদ্দীন জানান, আমার মেয়ে ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী ছিল। গত তিন মাস পূর্বে রেজাউলের সাথে বিয়ে হয়। বিয়ে পর যৌতুকের কারনে প্রায় কলহ লেগেই থাকত।
চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চের্ট্যাজী জানান, মৃত নাসরিনের পায়ে রক্তের চিহ্ন পাওয়া গেছে।
বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী ওসি মোঃ মিজানুর রহমান জানান, লাশের সুরত হাল রির্পোটের বর্ণনার ব্যপারে কোন তথ্য দেননি।
Prev Post