বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

0 ৮৪৮

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বায়ুদূষণে আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রবিবার সকাল ৮টা ৪৫ মিনিটে বিশ্বের সব দূষিত শহকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। তাতে আবারও প্রমাণ হয়েছে ঢাকার বাতাসের মান ভীষণ ‘অস্বাস্থ্যকর’।

বৈশ্বিকভাবে বায়ুদূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ারের তথ্য অনুযায়ী, রবিবার ঢাকায় বায়ুদূষণের মাত্রা ২৩৭ পিএম।ব্রেকিংনিউজ

মঙ্গোলিয়ার উলানবাটোর ২৩৬ পিএম নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আফগানিস্তানের কাবুল ১৯৭ পিএম নিয়ে তৃতীয়, পাকিস্তানের লাহোর ১৯১ পিএম নিয়ে চতুর্থ, চীনের চেংদু ১৮৩ পিএম নিয়ে পঞ্চম ও ভারতের রাজধানী দিল্লি ১৮২ পিএম নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

তবে ঢাকাকে খুব বেশি সময় শীর্ষে থাকতে দেয়নি মঙ্গোলিয়ার উলানবাটোর। ২৪০ পিএম নিয়ে সকাল ৯টা ৫০ মিনিটেই ঢাকাকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছে উলানবাটোর।

উল্লেখ্য, বিশ্বের ১০টি দেশের মধ্যে বায়ুদূষণে মৃত্যুর সংখ্যায় পঞ্চম অবস্থানে বাংলাদেশ। ২০১৭ সালে বায়ুদূষণের কারণে ১ লাখ ২৩ হাজার মানুষ মৃত্যুবরণ করে। বিশ্বজুড়ে মৃত্যুহারের জন্য বায়ুদূষণকে পঞ্চম ঝুঁকির কারণ হিসেবে দায়ী করা হয়।

ইটভাটা, বর্জ্য ব্যবস্থাপনা, ব্যাপক খোঁড়াখুড়ি, কলকারখানা ও গাড়ির কালো ধোয়া বাতাসকে মারাত্মকভাবে দূষিত করে। দেখা দেয় স্বাস্থ্যঝুঁকি, এমনকি মৃত্যুও ডেকে আনে।

Leave A Reply

Your email address will not be published.