বিএনপির অভিযোগ ‘সঠিক নয়’: সিইসি

0 ৪৮৯

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণায় বাধা দেয়ার যে অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয়েছে তা ‘সঠিক নয়’ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি বলেছেন, ‘বিএনপির অভিযোগ আমরা শুনেছি। কমিশনে তাদের অভিযোগ নিয়ে বৈঠক হবে। বৈঠকে সকলের সম্মতিক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

এর আগে বিকেলে আগারগাঁওয়ে কমিশন ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে নির্বাচনী বিভিন্ন ইস্যুতে বৈঠক করে। বৈঠকে মঈন খান ছাড়াও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকতুল্লাহ বুলু ও সুপ্রিম কোর্ট বার সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মঈন খান সাংবাদিকদের ব্রিফ করে বলেন, ‘আসন্ন দুই সিটি নির্বাচনে  পক্ষপাতমূলক আচরণ করছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. হুমায়ুন কবির ও গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ। তাই আমরা তাদের প্রত্যাহার দাবি করেছি।’

তিনি বলেন, ‘গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী-কর্মী-সমর্থকেরা প্রচার-প্রচারণায় যেতে পারছেন না। তাদেরকে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। সরকার দলের সমর্থকেরা ভোটের মাঠে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’

সরকারের চাপে ইসিও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলেও অভিযোগ করেন মঈন খান।

ব্রেকিংনিউজ/

Leave A Reply

Your email address will not be published.