বিএনপির মুখে এক মনে আরেক-নাসিম
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি জামায়াতকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাল্টাপাল্টি বক্তব্যের সমালোচনা করে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপির একজন নেতা যেই জামায়াতকে ছাড়ার কথা বলছে, তখনই জামায়াতের সঙ্গে তাদের (বিএনপি) আবার প্রেম শুরু হয়েছে। এরা বাইরে বলে এক কথা, ভেতরে আরেক কথা। এদের সাথে ঐক্য তো দূরের কথা, সংলাপ করারও প্রশ্ন ওঠে না।’
বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে রুহামা ম্যানশনের ৬ষ্ঠ তলায় বাংলাদেশ গণ-আজাদী লীগের স্থায়ী কার্যালয় শুভ উদ্ধোধন ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে নতুন চক্রান্ত শুরু হয়েছে। বাঙালি কোন দুর্যোগেই ভয় পায় না। দুর্যোগেই বাঙালি জেগে ওঠে। দেশ একটা অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। এখন দেশের জনগণ হরতালের কথা শোনেন না। কারণ খালেদা জিয়ার দল বিএনপি হরতালকে ব্যর্থ করে দিয়েছে। মানুষ চায় সামনের দিকে এগিয়ে যেতে।’
বিএনপি-জামায়াকে জঙ্গি-সন্ত্রাসবাদের মদদদাতা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা রাজনীতির মাঠে হতাশাগ্রস্ত হয়ে গেছে তারাই আজকে ঐক্যের কথা বলে। এরা জাতীয় ঐক্যের নামে তামাশা করছে। যাদের সঙ্গে ঐক্য হওয়ার কথা, সেই জনগণের সঙ্গে আওয়ামী লীগের ঐক্য হয়ে গেছে। বিএনপির সঙ্গে কোন ঐক্যের প্রশ্নই ওঠে না। এদের সঙ্গে কেউ ঐক্যও করবে না।’
গণ-আজাদী লীগের সভাপতি এস কে শিকদারের সভাপতিত্বে উদ্ধোধনী ও দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও গণ-আজাদী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খান প্রমুখ।ব্রেকিংনিউজ