বিএনপি আইএস ও জঙ্গিদের সমর্থক: তোফায়েল
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বিএনপি আইএস ও জঙ্গিদের সমর্থক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘একাত্তরে যারা পরাজিত হয়েছিল; দেশি এবং বিদেশি যারা পরাজিত হয়েছিল তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালির আশা-আকাঙ্ক্ষাকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যার হাতে আওয়ামী লীগের পতাকা থাকায় তা সম্ভব হয়নি।’
আজ শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, হলি আর্টিজানে যারা মারা গেছে, কল্যাণপুরের অভিযানে যারা মারা গেছে; সন্তানের লাশ নিতে তাদের বাবা-মাও আসেনি। অথচ বিএনপি তাদের জন্য মায়া কান্না করে। কার সঙ্গে জাতীয় ঐক্য! যারা গ্রেনেড হামলা করে। হরতাল-অবরোধের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং যারা জঙ্গি-সন্ত্রাসীদের পক্ষে কথা তাদের সঙ্গে কিসের ঐক্য?