বিএনপি এখন পেঁয়াজ, চাল ও লবণের ওপর ভর করেছে: কাদের
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশে বিভ্রান্তি ছড়াতে পেঁয়াজ, চাল ও লবণের ওপর ভর করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির এক সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি তাদের নেত্রীকে কারাগারে রেখে কোনও দৃশ্যমান আন্দোলন করতে পারেনি। তাই সবকিছুতেই ব্যর্থ হয়ে বিএনপি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের রাজনীতি করছে।’ব্রেকিংনিউজ
কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে এখন পেঁয়াজ, চাল ও লবণের ওপর ভর করেছে। তারা গুজবের রাজনীতি করেছে। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাদের নেত্রী খালেদা জিয়া কারাগারে আছে। অথচ তারা নেত্রীর মুক্তির জন্য রাস্তায় নেমে কোনও একটি দৃশ্যমান আন্দোলনও করতে পারেনি।’
আওয়ামী লীগ ছাড়া কোনও দলে গণতন্ত্রের চর্চা নেই বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
নতুন সড়ক আইন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক আইনে কোনও অসঙ্গতি থাকলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। তবে আইন প্রয়োগে কোনও বাড়াবাড়ি হবে না। আইনে অসঙ্গতি থাকলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে এবং আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। সড়ক আইনের মূল কাজ হচ্ছে সড়কে শৃংখলা ফিরিয়ে আনা।’
দলের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্মেলনের দিন মনোজ্ঞ ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা হবে। দ্বিতীয় দিন কাউন্সিল অধিবেশনে গঠনতন্ত্র সংশোধন ও কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করা হবে।’
সংস্কৃতি উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- অসীম কুমার উকিল, আকবর হোসেন খাঁন পাঠান, এস ডি রুবেল, সাইফুল আজম বাশার, লিয়াকত আলী লাকী ও আহকামুল্লাহ প্রমুখ।