বিএনপি নেতা হাফিজ গ্রেফতার

0 ৩৪০

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানিয়েছেন, “র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪ এর একদল সদস্য শনিবার তাকে গ্রেফতার করে পল্লবী থানায় হস্তান্তর করে।”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, “হাফিজ উদ্দিন সিঙ্গাপুর থেকে ফিরছিলেন। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে গ্রেফতার করা হয়।”

উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানান, “র‌্যাবের পক্ষ থেকে মেজর হাফিজের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।”

Leave A Reply

Your email address will not be published.