বিএনপি বাংলাদেশের জন্য বিপজ্জনক : হাসানুল হক ইনু
‘বিএনপি বাংলাদেশের জন্য বিপজ্জনক’ মন্তব্য করে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি একটি দল, যারা অপরাধীদের পক্ষে ওকালতি করে। অপরাধীদের রক্ষা করে। তারা না দিতে পারবে গণতন্ত্র, না দিতে পারবে আইনের শাসন।’
শুক্রবার (১৭ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর থেকে ভেড়ামারা সড়ক সংস্কারকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইনু।
হাসানুল হক ইনু বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, অফিস-আদালতে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি সরকার পতনের স্বপ্ন দেখছে। কিন্তু বাস্তবে হলো—যা ঘটছে সরকার সঙ্গে সঙ্গে তার প্রতিকার করছে। অপরাধীদের শাস্তি হচ্ছে। এই ইতিবাচক দিকের কারণে সরকার উৎখাতে বিএনপির স্বপ্ন দিবাস্বপ্ন হয়ে থেকে যাচ্ছে। বিএনপির সরকার পতনের ফাঁকা আওয়াজটা কাটা রেকর্ডের মতো বাজছে।’
ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় ৩ কোটি ৮৫ লাখ টাকায় সড়কটি সংস্কার করছে এলজিইডি।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।