বিচ্ছেদের পর প্রথম
আলমগীর, বিনোদন : হলিউডের অস্কার জয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ব্র্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর প্রথমবারের মতো জনসমক্ষে আসলেন তিনি। গত সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদের আবেদন করার পর এখন ৬ শিশুকে রাখা নিয়ে আদালতে মামলা চলছে। এরই মধ্যে শনিবার প্রথমবার সবার সামনে কথা বলেছেন জোলি। তার নতুন ছবি ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’ ছবির প্রদর্শনীতে তার সন্তানদের নিয়ে আসেন জোলি। ব্র্যাড পিট আরো আগেই সবার সামনে এসেছিলেন। ডিভোর্সের কাগজ জমা দেয়ার দুই মাসের মাথায় তার নতুন ছবি মুনলাইটের প্রদর্শনীর সময় জনসমক্ষে আসেন পিট। ওই ছবিটিতে অভিনয়ের পাশাপাশি সহ প্রযোজকও ছিলেন তিনি। এবারের অস্কারেও মনোনয়ন পেয়েছ ছবিটি।