বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন নুসরাত তিল।

0 ১,০১২

আলমগীর, বিনোদন :পপুলার লাইফ ইন্সুরেন্স ছিল তার প্রথম বিজ্ঞাপন।অনেকটা সখের বশেই অভিনয়ে আসেন তিনি। কিন্তু সে শখ এখন ভালবাসায় পরিণত হয়েছে। টিভির পর্দায় তার উপস্থিতি খুব বেশী দিনের নয়। তবে বেশ কিছু মান সম্পন্ন নাটকে সুন্দর অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অনেকের।তার অভিনীত নাটক হচ্ছে পরিচালক পারভেজ আমিনের পরিচালনায় “নাওরী”, আদিত্য আলম এর পরিচালনায় “ফ্লাইওভার” ও “রিক্সাওয়ালা”, সৈয়দ মহিদুর রহমান পরিচালনায় একক নাটক “শৌধ” অভিনয় করেন। একক নাটকের পাশাপাশি বেশ কিছু ধারাবাহিক নাটকে কাজ করেন, এগুলো হচ্ছে “রুববান বিউটি পার্লার, থ্রি সিস্টার ও বিপদ ডট কম। এছাড়া টেলিফিল্মেও অভিনয় করেন।

এগুলো হচ্ছে, ফিরে আসো তুমি ও ইরিনা।নাটকের চরিত্র নিয়ে নিজের ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেকটি চরিত্রের আলাদা গুরুত্ব রয়েছে। বাস্তব নুসরাত তিল চেয়ে বাইরের চরিত্র করতে ভালো লাগে। এতে অনেক কিছু শেখা যায়। নিজেকে ভাঙা যায়। যেসব চরিত্রে নিজেকে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, সেসব চরিত্রে অভিনয় করতে মজা পাই । ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, মূলত আমি একজন প্রতিষ্ঠিত শিল্পী হয়েই কাজ করতে চাই, সেটি যেই মাধ্যমেই হোক। আর সবার জীবনেই বড় পর্দায় কাজ করার দূর্বলতা থাকে, আমিও তার ব্যতিক্রম নই। ভালো চরিত্র ও সুযোগ এলে অবশ্যই আমি চলচ্চিত্রে অভিনয় করব।

Leave A Reply

Your email address will not be published.