বিটকয়েন নিষিদ্ধ করবে দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক : বিটকয়েনসহ একই ধরনের সব ডিজিটাল মুদ্রা নিষিদ্ধ করে আইন প্রণয়নের পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। এসব মুদ্রা সরকারের ‘মহা উদ্বেগের’ কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী।
বিবিসি জানিয়েছে, এরইমধ্যে চলতি সপ্তাহে করফাঁকির অভিযোগে রাজধানী সিউলের ডিজিটাল মুদ্রা লেনদেনকারী কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দক্ষিণ কোরিয়ায় পুলিশ।
বৃহস্পতিবার বিটকয়েনের মূল্য সাত শতাংশ কমে ১৩ হাজার ৮০০ ডলারে নেমে আসে।
লেনদেনের নিম্নমান ও কমসংখ্যক মানুষ লেনদেন করে বলে এর দামদর নির্দিষ্ট থাকে না। এতে এর দর ওঠানামার ওপর নজর রাখা যায় না।
গত এক বছরে বিটকয়েনের মতো ডিজিটাল মুদ্রার মূল্য কয়েকগুণ বেড়ে গেছে। এতে মুদ্রার ব্যাপক চাহিদা তৈরি হয়। অনেক অনভিজ্ঞরাও ডিজিটাল মুদ্রার লেনদেন শুরু করে। এ নিয়ে শুরু হয় জুয়া।
দক্ষিণ কোরিয়ার আইনমন্ত্রী পার্ক স্যাং-কি বলেন, ‘ভার্চুয়াল মুদ্রা নিয়ে মহা উদ্বেগ কাজ করছে। এর বিনিময় নিষিদ্ধ করতে আইন মন্ত্রণালয় একটি আইন প্রণয়নে কাজ করছে।’ দক্ষিণ কোরিয়া সরকারের এ ধরনের পদক্ষেপে বিটকয়েন লেনদেন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।ব্রেকিংনিউজ