এম এম আরিফুল ইসলাম, নাটোর : দূযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ড় সংসদদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগে সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি বলেছেন,গত চার বছরে প্রাকৃতিক কিংবা মানুষ্যসৃষ্ট দূযোগ – কোনটিই সরকারের দেশ পরিচালনা ও উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সুন্দর ভাবে পরিচালিত হয়েছে।বর্তমান সরকার বিনাখরচে বিদুৎ ঘরে ঘরে পৌছাছে। বিদুৎ পাওয়ার জন্যে মানুষকে দিনের পর দিন অফিসে দ্বারে দ্বরে আর ঘুরতে হয় না।দেশের মানুষ এখন শান্তিতে আছে। চার বছরে সরকার যে উন্নয়ন করেছে দেশব্যপী,তার সুফল এখন মানুষের ঘরে ঘরে। শুক্রবার মাধনগর ইউনিয়ান আওয়ামী সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো আমজাদ হোসনের সভাপতিত্বে পশ্চিম মাধনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদুৎতায়ন উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তবে নাটোর সদরে সাংসদ সদস্য এসব কথা বলেন। আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সহ- সভপতি সিরাজুল ইসলাম পিপি, সহ- সভপতি অধ্যাপক সামসুল ইসলাম,জেলা দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নাটোর পল্লী বিদুৎ -১ এর এজিম নূর আলম,এসময় আরো উপস্থিত ছিলেন,- উপ- দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা সাধারন সম্পাদক এস এম ফিরোজ, মহিলা লীগ সাধারন সম্পাদক বিউটি আহমেদ,জেলা ছাত্র লীগ সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম,জেলা পরিষদ সদস্য ও আওয়ামী নেতা রইস উদ্দিন রুবেল, নলডাঙ্গা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এ্যাড আনজুয়ারা রত্না,জেলা পরিষদ সদস্য শেফালী খাতুন বিজলী,নলডাঙ্গা প্রচার সম্পাদক এস এম ফুকরুদ্দীন ফুটু,মাধনগর ইউনিয়ান আওয়ামী সাধারন সম্পাদক আফজল হোসন মৃধা,ইউনিয়ান যুবলীগের নেতা ও ইউপি সদস্য জয়নাল আবেদীন ডলার,ইউপি সদস্য আব্দুল মালেক ব্যাপারী,ছাত্রলীগের নেতা শামীম আহমেদ ও ছাত্রী লীগ নেতা আপন।৯৩ পরিবার মাঝে বিদুৎ সংযোগ দেয়া হয়।