বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত ৩০ সেপ্টেম্বর

0 ১,১০৪

bplখেলাধুলা ডেস্ক :ক্রিকইনফো বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) এ বছরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর।

আর টুর্নামেন্ট শুরু হবে ৪ নভেম্বর। দু’দিন এগিয়ে আনা হয়েছে এই টি ২০ টুর্নামেন্ট। এ বছর বিপিএলে অংশ নেবে সাতটি ফ্র্যাঞ্চাইজি। ২০১২, ২০১৩ ও ২০১৫-র তুলনায় একটি বেশি। ২০১৫-র আসরে অনুপস্থিত খুলনা ও রাজশাহী ফ্র্যাঞ্চাইজি এবার ফিরেছে।

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল বুলস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস ও চিটাগাং ভাইকিংসের সঙ্গে যোগ দেবে তারা। ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত চুক্তি লংঘন করার দায়ে সিলেটের খেলা হবে না এবার।

Leave A Reply

Your email address will not be published.