বিয়ে না করে সন্তানের মা হতে চান সামান্থা

0 ১৩৫
ভারতের দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনি। ছবি : সংগৃহীত

নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনটা মোটেই ভালো যাচ্ছে না সামান্থা রুথ প্রভুর। এরপর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সামান্থা।

সামান্থার বর্তমান বয়স ৩৬ বছর। সময় যত যাবে, সামান্থার মা হতে আরও জটিলতা বৃদ্ধি পাবে। এসব কারণে সামান্থার বাবা-মা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। কিন্তু সামান্থার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই।

টলিউড ডটনেট এক প্রতিবেদন জানিয়েছে, তবে মা হওয়ার ইচ্ছাপূরণ করবেন সামান্থা। সেটা সন্তান দত্তক নিয়ে। তিনি দুটি সন্তান দত্তক নিতে চান। কিন্তু সামান্থার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই।

তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমার সেটে প্রথম পরিচয় নাগা-সামান্থার। কয়েক বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তারপর ২০২১ নাগাদ সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন এ জুটি।

Leave A Reply

Your email address will not be published.