
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল ৩.টায় বিরল উপজেলাবাসীর প্রাণের দাবী ঐতিহাসিক বিশাল কেন্দ্রীয় শহিদ মিনারের ফলক উন্মোচন করে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা-পাঠ, জাতীয় পতাকা উত্তলন, জাতীয় সংগীত পাঠ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে শহিদ মিনারের শুভ উদ্বোধন করেন নৌ-প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

তিনি আরো বলেন, বর্তমান বাংলাদেশে মহামারী করোনা প্রতিশোধক টিকা এতো দ্রুত জনগণের কাছে এসে পৌঁছে গেছে এটা একমাত্র জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী তার কারণে বলে দাবী করেছেন খালিদ মাহমুদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল হক ইমাম চৌধুরী, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক (সাগর), বিরল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (বাবু),অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা বাবু রমাকান্ত রায়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের (ভারঃ) সভাপতি সুরঞ্জিত কুমার বাবুল (ভারঃ) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন, প্রমূখ, ও বিরল পৌর/ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।