বিরলে ঐতিহাসিক কেন্দ্রীয় শহিদ মিনার উদ্বোধন করেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ 

0 ৪৪৬
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর বিরলে উপজেলা বাসীর বহু কাঙ্খিত ঐতিহাসিক কেন্দ্রীয় শহিদ মিনারের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নৌ-প্রতিমন্ত্রী, দিনাজপুর-২ আসনের সাংসদ সদস্য জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি। 
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল ৩.টায় বিরল উপজেলাবাসীর প্রাণের দাবী ঐতিহাসিক বিশাল কেন্দ্রীয় শহিদ মিনারের ফলক উন্মোচন করে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা-পাঠ, জাতীয় পতাকা উত্তলন, জাতীয় সংগীত পাঠ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে শহিদ মিনারের শুভ উদ্বোধন করেন নৌ-প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) জাবের মোঃ সোহাইব এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী বলেন-  জিয়াউর রহমান এদেশের উন্নয়ন দেখতে চায়নি, তিনি এদেশের গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিলেন, এদেশের যখনই কোন উন্নয়নের দিকে এগিয়েছে ঐ বিএনপি জামাত আল-বদরেরা বার বার দেশের উন্নয়ন বাধা দিয়েছে আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যখন শতভাগ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ঠিক সে সময় এই বিএনপি জামাত দেশের মানুষ কে নানা ভাবে প্রতারিত করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, বর্তমান বাংলাদেশে মহামারী করোনা প্রতিশোধক টিকা এতো দ্রুত জনগণের কাছে এসে পৌঁছে গেছে এটা একমাত্র জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী তার কারণে বলে দাবী করেছেন খালিদ মাহমুদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল হক ইমাম চৌধুরী, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক (সাগর), বিরল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (বাবু),অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা বাবু রমাকান্ত রায়।
অন্যানদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহসভাপতি আল আমীন, আব্দুস সবুর, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আল্লামা আজাদ ইকবাল লাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, বিভূতি ভুষন, লায়লা আরজুমান্দ বানু, বিরল প্রেসক্লাবের সভাপতি এম.এ কুদ্দুস ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের (ভারঃ) সভাপতি সুরঞ্জিত কুমার বাবুল (ভারঃ) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন, প্রমূখ, ও বিরল পৌর/ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.