বিরাটদের বেতন হতে চলেছে ১২ কোটি

0 ৮২৭

খেলাধুলা ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের খেলোয়াড়রা এবার বিশ্বের সবচেয়ে দামী ক্রিকেটার হতে চলেছেন৷ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেটারের বেতনকে ছাপিয়ে যাবে বিরাট-ধোনিদের মাইনে৷

সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স(সিওএ) সম্প্রতি ভারত অধিনায়ক বিরাট কোহলি, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং কোচ রবি শাস্ত্রীর বৈঠকের পর ক্রিকেটারদের বাৎসরিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই৷

সুত্রের খবর, গ্রেড-এ ক্রিকেটাররা বছরে পাবেন ১২ কোটি টাকা৷ গ্রেড-বি ক্রিকেটারদের বাৎসরিক বেতন হতে চলেছে ৮ কোটি আর গ্রেড-সি ক্রিকেটাররা পাবে বছরে ৪ কোটি টাকার মত৷ বর্তমানে গ্রেড-এ ক্রিকেটার বছরে পান ২ কোটি, বি-গ্রেডে থাকা ক্রিকেটারর পান ১ কোটি আর সি-গ্রেডে থাকা ক্রিকেটাররা পান ৫০ লাখ টাকা৷

সিওএ-র সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বেতনের বিষয়টি তোলেন বিরাট-ধোনিরা৷ ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথদের বছরে ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ( প্রায় ১২ কোটি টাকা) পান৷ শুধু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নন, ইংল্যান্ড অধিনায়ক জো রুটের বেতন বছরে ভারতীয় মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা৷

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com