বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র রিয়ালের
খেলাধুলা অনলাইন ডেস্ক : লা-লিগায় বুধবার রাতের ম্যাচে বিলবাওয়ের সঙ্গে ১-১-এ ড্র করে স্প্যানিশ জায়ান্টরা।
প্রথমার্ধের ১৪তম মিনিটে বিলবাওয়ের ইনাকি উইলিয়ামস রিয়াল রক্ষণকে ফাঁকি দিয়ে গোল করলে প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে যায় স্বাগতিকেরা। পরে ম্যাচের শেষ মুহূর্তে (৮৭তম মিনিট) রোনালদোর গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
১৪তম মিনিটের ওই মুহূর্তটি বাদ দিলে পুরো খেলায় এগিয়ে ছিলেন রোনালদো-বেনজেমারাই। ম্যাচের ৬৬শতাংশ সময়ে বল রিয়ালের খেলোয়াড়দের দখলে ছিল। জিদান শিষ্যরা কর্নার আদায় করেন ১৬টি আর বিলবাও কর্নার পায় মাত্র ২টি।
একের পর এক আক্রমণে বিলবাওয়ের রক্ষণে আতঙ্ক ছড়ায় রিয়াল মাদ্রিদ। ১৩তম মিনিটে রোনালদো ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ১৪তম মিনিটে পাল্টা-আক্রমণে উঠে এসে গোল পায় বিলবাও।
লা-লিগায় এই মৌসুমে নিজের সাত নম্বর গোল করে দলেকে এগিয়ে নেন ইনাকি উইলিয়ামস। রিয়াল মাদ্রিদ খেলোয়াড়েরা বেশ কিছু শট নিলেও কাজের কাজ হচ্ছিল না। এ ক্ষেত্রে বিলবাওয়ের রক্ষণভাগ ও গোলরক্ষক কেপা প্রশংসার দাবি করতেই পারেন।
দ্বিতীয়ার্ধে এসে খানিকটা মনোযোগ হারিয়ে ফেলেন রিয়াল তারকারা। জিদানের সাজানো রক্ষণভাগেও চিড় ধরে। যদিও সেটা কাজে লাগাতে পারেননি বিলবাওয়ের খেলোয়াড়েরা।
অন্যদিকে ৮৭তম মিনিটে মডরিচের দুর্দান্ত শটে ব্যাকহিল করে দলকে সমতায় ফিরিয়ে মাঠ ছাড়েন রিয়ালের সেনাপতি রোনালদো।
ব্রেকিংনিউজ/