বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

0 ২৩৪
ছবি : ফ্রিপিক

জ্বালানি তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি তেল বাণিজ্যের অন্যতম নিয়ন্ত্রক জোট ওপেক প্লাস। এরপরেই বিশ্ববাজারে বেড়েছে জ্বালানির দাম। এক বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ বেড়েছে আজ সোমবার (৩ এপ্রিল)। খবর রয়টার্সের।

আজ সকালে ব্রেন্ট ক্রুডের দাম পাঁচ দশমিক চার শতাংশ বা ৪.৩৩ মার্কিন ডলার বেড়ে প্রতি ব্যারেলের বিক্রি হয়েছে ৮৪.২২ ডলার।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম পাঁচ দশমিক পাঁচ শতাংশ বা ৪.১৭ ডলার বেড়ে হয়ে দাঁড়িয়েছে ৭৯.৮৪ ডলার। গত জানুয়ারির পর আজ সকালেই সর্বোচ্চ দাম উঠেছিল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের।

গতকাল ওপেক প্লাসের সদস্য সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, ইরাক ও আলজেরিয়া তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। ভার্চুয়ালি বৈঠকের পর  প্রতিদিন ১১ লাখ ৬০ হাজার ব্যারেল উৎপাদন কমানোর কথা জানিয়েছে তারা। আগামী মাস, অর্থাৎ মে থেকে শুরু হয়ে চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত এ পদক্ষেপ বলবৎ থাকবে। জ্বালানির বাজার স্থিতিশীল রাখতেই এমনটা করা হচ্ছে বলে জানিয়েছে তেল উৎপাদন কমানোর ঘোষণা দেওয়া দেশগুলো।

রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, ওপেক প্লাস সর্বমোট ৩৬ লাখ ছয় হাজার ব্যারেল উৎপাদন কমাবে, যা বৈশ্বিক চাহিদার তিন দশমিক সাত শতাংশ।

বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্‌স  তেলের দাম বাড়ার পূর্বাভাস করেছে। এক নোটে তারা বলছে, চলতি বছরের শেষ নাগাদ ব্রেন্ট ক্রুড তেলের দর ব্যারেল প্রতি ৯৫ ডলারে উঠতে পারে এবং ২০২৪ সালের শেষে তা ১০০ ডলারে উঠতে পারে।

Leave A Reply

Your email address will not be published.