বিশ্বসেরা বোলিং লাইন আপ বাংলাদেশের!
খেলাধুলা ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহেমদ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও শফিউল ইসলামকে নিয়ে বাংলাদেশের পেস আক্রমণ। আর স্পিনে আছেন তাইজুল ইসলামের পাশাপাশি অলরাউন্ডার সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান। এমন বোলিং লাইন আপ খুব কম দলেরই আছে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা তো নিজেদের বোলিং আক্রমণকে বিশ্বসেরা বলে দাবি করেছেন।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘বিশ্বের সেরা বোলিং লাইন আপ এখন আমাদের। দলের সবাই আমরা এটি বিশ্বাসও করি। তার প্রমাণও দিয়েছে আমাদের বোলাররা।’
নিজেদের সেরা বললেও প্রতিপক্ষ আফগানিস্তানকেও সমীহ করছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ খুবই ভালো। শুধু বোলিংই নয়, তাদের পুরো দলটাকে সম্মান করতে হবে। বেশ কিছুদিন ধরেই এই দলটি দারুণ ক্রিকেট খেলছে।’
আগামীকাল রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ১ অক্টোবর হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
সূত্র: এনটিভি