বিশ্বের সবচেয়ে লম্বা মডেল একতিরিনা

0 ১,৫৯৭

বিনোদন ডেস্ক : একতিরিনা লিসিনা। উচ্চতা ৬ ফুট ৯ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে লম্বা মডেল এই রাশিয়ান সুন্দরী। ২৯ বছর বয়সী এই মডেলের বাঁ-পা ১৩২.৮ সেন্টিমিটার এবং ডান পা ১৩২.২ সেন্টিমিটার লম্বা। একতিরিনায় বাড়ির সদস্যরাও প্রত্যেকেই লম্বা। ভাইয়ের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি, বাবার উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি এবং মা প্রায় ৬ ফুট ১ ইঞ্চি লম্বা। ২০১৮-র গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়ে উচ্ছ্বসিত একতিরিনা। ছোটবেলা থেকেই মডেল হওয়ার স্বপ্ন ছিল তাঁর। ২০০৮-এর বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল তাঁর বাস্কেটবল দল। এর পরই খেলা থেকে অবসর নেন তিনি। একতিরিনার আগে সবচেয়ে লম্বা মডেলের মুকুট ছিল ক্যালিফোর্নিয়ার অ্যামাজন ইভের মাথায়। তাঁর উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি।

Leave A Reply

Your email address will not be published.